কবিতা

কবিতা একুশে ফেব্রুয়ারি

একুশে ফেব্রুয়ারি

লেখক : তপন বন্দ্যোপাধ্যায়

আজ শুভদিন,বিখ্যাত দিন একুশে ফেব্রুয়ারি
এই দিনটিতে আমরা বাঙালি গর্ব করতে পারি
দুই বাংলার একটাই ভাষা,সে ভাষার যে কী মহিমা
পৃথিবীর কাছে পৌঁছে দিয়েছে মাতৃভাষার গরিমা;

সারা পৃথিবীর মানুষ বলেছে সুন্দরতম ভাষা
সেই গৌরবে আজও তুঙ্গে বাঙালির প্রত্যাশা
আমাদের কবি পদাবলি লেখে, লেখে মঙ্গলকাব্য
তরজা- নাটুয়া আলকাপ আজও গ্রামে মজলিশে শ্রাব্য;

কৃত্তিবাসের রামায়ণ আছে, মহাভারত কাশীদাসি
কবিগান, ভাদু, টুসু ও ঝুমুর ব্রতকথা ভালোবাসি
আমাদের আছে রামমোহন আর বিদ্যাসাগরি ভাষা
তাঁদের হাতের সোনার ছোঁয়ায় ভাষা পেল ভালোবাসা;

আমাদের আছে রবিঠাকুরের পৃথিবী শ্রেষ্ঠ গান
'জনগণমন' পেয়েছে জাতীয়সংগীত সম্মান
কাজীনজরুল একাই একশো তাঁরও কত গান তো
অতুলপ্রসাদী দ্বিজেন্দ্রলাল, আছেন রজনীকান্ত ;

আমাদের আছে অবিনঠাকুর, আঁকেন লেখেন ছবি
ভাষার শরীর রঙ তুলি মেখে রূপকথা যেন সবই
নির্জনতার কবি আছে এক তিনি যে জীবনানন্দ
তারাশঙ্কর - বিভূতি - মানিকে বাংলার সোঁদাগন্ধ;

পাশাপাশি আছে বাংলাদেশের কত ভাষাভাস্কর
প্রতিমুহূর্তে মিলেমিশে যায় দুই বাংলার স্বর
বাংলাভাষার শরীর উপচে এত এত বৈভব
আজ পৃথিবীর বাঙালিরা মাতি... একুশের উৎসব।

Copyright © 2022 Rupkatha Live. All Rights Reserved. Powered by : Technotrick Systems.