পরিচিত সুর
লেখক : মানস চক্রবর্তী
স্বত্বাধিকারীর অনুমতি ছাড়াই
আকাশ ঢেলেছে বৃষ্টি।
সেই সঙ্গে বজ্র-বিদ্যুৎ- গর্জন-হুংকার
আরো কত কি!
এবার নিস্তব্ধতার ভিতর থেকে
বেজে উঠুক পরিচিত সুর।
আবার একলা হতে চেয়ে
ফিরে যাব মাটির কাছে।
নিঃশুল্ক জীবনযাপনের মধ্যে
খুঁজে নেব, একমুঠো উষ্ণতা;
আর কিছু গান।