ভুতুম
লেখক : বিকাশকলি পোল্যে
হাঁটছি একা হনহনিয়ে
পেছন থেকে খনখনিয়ে
বলল যেন কে
'কোঁথাঁয় যাঁচ্ছ হেঁ।'
মনের ভুল ভেবে নিয়ে সামনে দিই হাঁটা
পেছন থেকে বলল কেউ ,'বাঁই বাঁই টাঁ টাঁ।'
ভীষণ জোরে হাঁটছি তবু পথ হয় না শেষ
বলল আবার,'খোঁকা হাঁটতে পাঁরে বেঁশ।'
এবার আমি দরদরিয়ে ঘামতে শুরু করি
হাঁটা ছেড়ে লাগাই ছুট পড়ি কি ভাই মরি।
ছুটতে ছুটতে হুমড়ি খেয়ে পড়ে গিয়ে মাঠে
তাকিয়ে দেখি চাদর গায়ে বাতাসে কে হাঁটে।
উঠে পড়ে লাগাই ছুট প্রাণটা বুঝি যাবে
ধেয়ে আসে ভুতের দল আমায় বুঝি খাবে।
বিছানাতে ঘেমে নেয়ে ঘুমটা গেল টুটে
পূব আকাশে চেয়ে দেখি সূয্যি মামা ওঠে।