মউলবালা
লেখক : অরুণ কুমার চক্রবর্তী
ফুলডুংরির ঝি
আর বনকাপাশির ছা
মন দুটাতে টান লাইগেছে
কমনে যাবি যা
বনসুহাগি ভাতারখাগি
মউলবলার মায়ি
গন্ডা দেড়েক নুনানুনি
কেনে বিয়া করিস নাই
ই মা কেনে বিয়া করিস নাই
ইখন বিটির যইবন ফুইটেছে ইদিক উদিক চখ ছুইটেছে
ইধার উধার মরদগুলান
কানকি মেইরেছে
মায়ির লজর কাইড়ে নাই
অ ইবার বাপটারে বিয়া
বিয়া কর-অ
চখের কানি খুলা কর-অ
চিতার পারা ঝাঁপাইনছে বাঘ
বাগে আইসছে নাই
বিটির ফুইটছে ফাগুন, জ্বইলছে আগুন পলাশ গতর গা
মা গ ইবার বিটির পানে চা,
মা গ ইবার বিটির পানে চা
কুঁকড়া মেইরে বাঁনশি ধইরে
বিয়ার মাদল বেদম বাজায়
বনকাপাশির ছা
উ বাঘা বাগে আইছে নাই
তুয়ার বিটি বটি পিরিত খাঁটি
লস্ট-অ বলিস নাই
ই মা, বিটিরে তুই
লস্ট-অ বলিস নাই