কবিতা

কবিতা জল সংলাপ

জল সংলাপ

লেখক : বিশ্ব বন্দ্যোপাধ্যায়

মেঘেদের স্নানঘরে হাতে হাতে উড়ছে
ইতস্তত আঙ্গুলের ক্যারিশমা
বেবীফুডের ইশারায় চমক দিচ্ছে পাখি ঠোঁট
সবুজ ছড়ানো বোতাম খোলা বুকে
স্বপ্নশরীর জড়িয়ে ধরলে
পাহাড়ীপথ বরষা ডাকে...

তা-ধিন ...তা-ধিন
ঋতুবাজ পেখমে ঝাপসা হয়ে আসে
নদীর বন্দর...

আজ...মেঘেদের কনসার্টে
আঁকিবুকি খেলা অন্তরঙ্গ ঠিকানায়
খুশি দিল্ নাচছে...আর
স্নানঘরের সঙ্গীতে
ড্রপ খাচ্ছে জল সংলাপ

Copyright © 2022 Rupkatha Live. All Rights Reserved. Powered by : Technotrick Systems.