সাহিত্য সংস্কৃতি

সাহিত্য সংস্কৃতি শুভজিৎ বন্দ্যোপাধ্যায় এর পরিচালনায়” মারি the great” নাটকটি সম্পূর্ন অন্য ধারার নাটক

শুভজিৎ বন্দ্যোপাধ্যায় এর পরিচালনায়” মারি the great” নাটকটি সম্পূর্ন অন্য ধারার নাটক

লেখক : ইন্দ্রজিৎ আইচ

কিছু কিছু নাটক থাকে যেগুলো মনের ভেতর এক অন্যরকম আলোড়ন সৃষ্টি করে। অন্বেষক নাট্যদলের – এর নবতম প্রযোজনা “মারি the great” সেই রকম ই একটি নাটক।এই নাটকের নাট্যকার হলেন অনির্বাণ সেন এবং নির্দেশক শুভজিৎ বন্দ্যোপাধ্যায়। অভিনয়ে রাহুল বোস এবং সৌরভ দত্ত। আলো প্রক্ষেপণ সৈকত মান্না ও আবহে সৌভিক হালদার। অভিনয় সহযোগী হিসেবে মঞ্চে ছিলেন দেবব্রত এবং প্রিয়ঙ্কর। সম্প্রতি দক্ষিণ কলকাতার তপন থিয়েটার হলে নাটকটি মঞ্চস্থ হলো।

বর্তমানে বাংলা থিয়েটারে এই নাট্যকার অনির্বাণ – নির্দেশক শুভজিৎ এর জুটি একের পর এক প্রযোজনা দর্শকদের উপহার দিয়ে চলেছেন; এই নাটকটি তারই একটি অন্যতম উদাহরন।

Copyright © 2022 Rupkatha Live. All Rights Reserved. Powered by : Technotrick Systems.