অনুগল্প

অনুগল্প সম্পর্ক

সম্পর্ক

লেখক : সনাতন পাল

রোহিত বাসে করে কলেজে যাবার সময়ে মালবিকার জন্য সিট রাখত। মালবিকা প্রতিদিন নিজের স্টপেজে নির্দিষ্ট সময়ে অপেক্ষা করত, রোহিত বাস থেকে ডাকলে উঠে পড়ত। এভাবেই টানা ছয় বছর এক সঙ্গে কলেজ করেছে। স্কুল জীবন থেকেই এদের দুজনের সম্পর্ক। কলেজ শেষ হতেই উচ্চ শিক্ষার কারণে দুজনের দূরত্ব কিছুটা বাড়ল। রোহিত এম এ পড়তে বাইরে চলে গেল আর মালবিকার বাবা বিয়ের জন্য পাত্রের সন্ধান করতে লাগলেন। যতবার পাত্র পক্ষ মালবিকাকে দেখতে আসতেন, মালবিকা ততবার পাত্রের সাথে আলাদা করে কথা বলে গোপনে বিয়ে ভেঙে দিত। কিন্তু এই ঘটনা বাড়ীর লোক কেউ জানতে পারেনি। মালবিকার সাথে রোহিতের শারীরিক দূরত্ব থাকলেও কোনো মানসিক দূরত্ব ছিল না, দুজনের মধ্যে প্রতি দিন হোয়াইটস অ্যাপে কথা হত। মালবিকা রোহিত কে পাঁচ বছর সময় দিয়ে বলেছিল পাঁচ বছরের মধ্যে একটা কিছু কাজ জোগাড় করতে, তারপরে বিয়ে করবে। এদিকে দেখতে দেখতে পাঁচ বছর কেটে গেল। বাবা বিয়ের জন্য খুব চেষ্টা করছেন। ওদিকে রোহিত কোনো কাজ পাচ্ছে না। শেষে রোহিত খানিকটা বাধ্য হয়েই রেস্তোরাঁয় হিসাব রক্ষকের কাজ নিল। মাইনে মাত্র পাঁচ হাজার টাকা। মালবিকাকে মাইনের বিষয়ে বলে, তার চলতে কোনো অসুবিধা হবে নাকি সেটা রোহিত জিজ্ঞেস করল। মালবিকা সরাসরি রোহিত কে বলল-" আমি ভালোবাসার জন্য সব কিছু করতে পারবো, তুমি কোনো টেনশন করো না"। শেষে পারিবারিক আপত্তি অগ্রাহ্য করেই বিয়ে টা হলো।

Copyright © 2022 Rupkatha Live. All Rights Reserved. Powered by : Technotrick Systems.