লালমাটির ঘোড়া বইটি আলোচনা
লেখক : গৌতম মুখোপাধ্যায়
'গল্প' কথাটা খুবই ছোট কিন্তু এর বিস্তার সুদূরপ্রসারী। গল্প বলা আর গল্প শোনা, একটা সুপ্রাচীন ঐতিহ্য। মানব জাতি যখন থেকে সভ্য হতে শুরু করে তখন থেকেই এই গল্প বলা ও শোনার রীতি চালু হয়। ক্রমবর্ধমান বিবর্তনের পর ছোট গল্পের যে নিজস্বতা সম্প্রতি কথাসাহিত্যিক গৌতম মুখোপাধ্যায়ের পঁচিশটি গল্প নিয়ে তৈরি 'লালমাটির ঘোড়া' নামাঙ্খিত গল্প সংকলন প্রকট হয়েছে। গৌতমবাবু মূলত গ্রাম বাংলার মানুষ। মানব জীবনের বাস্তব, গভীর ও নৈর্ব্যক্তিক ভাবনা-চিন্তা, মৌলিকতা এবং তীক্ষ্ম মননশীলতা তাঁর গল্পের বিশেষত্ব ও অভিনবত্ব। প্রকৃতি ও মানুষকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং প্রতিফলন তাঁর গল্পের মুন্সিয়ানা। এই সংকলনে প্রতিটি গল্পই বিশেষ করে মাঝি, সামাদ আলি, দুই বোন, অব্যক্ত, নৃপেন ডাক্তার, সীমানা ছাড়িয়ে, ভাবান্তর, নিরুদ্দেশ এবং লালমাটির ঘোড়া গল্পের আঙ্গিনায় গৌতমবাবুকে স্থায়ী আসনে বসাবে একথা নির্ধিদ্ধায় বলা যায়।
পুস্তক : লালমাটির ঘোড়া
লেখক : গৌতম মুখোপাধ্যায়
প্রকাশক : মহুয়া পাবলিশার্স
মূল্য :