সাহিত্য সংস্কৃতি

সাহিত্য সংস্কৃতি জমে উঠেছিলো পাঁচ দিনের টেন্থ প্ল্যানেট থিয়েটার ফেস্টিভ্যাল ২০২৩

জমে উঠেছিলো পাঁচ দিনের টেন্থ প্ল্যানেট থিয়েটার ফেস্টিভ্যাল ২০২৩

লেখক : কেকা মিত্র

টেন্থ প্ল্যানেট থিয়েটার তাদের নাট্য উৎসব অনুষ্ঠিত হলো সম্প্রতি ৫ দিন ধরে। এই উৎসবের তথ্যাবধানে ছিলেন ওই দলেরই পরিচালক এবং অভিনেতা শরণ্য দে । ৫ দিনে মোট ১৮ টি নাটক মঞ্চস্থ হয়।

উৎসব টি অনুষ্ঠিত হয় এই প্রথম দক্ষিণ কলকাতার সন্তোষপুর অনুচিন্তন আর্ট সেন্টারে। এই হলটি দক্ষিণ কলকাতার নাটকের জন্যে সম্পূর্ন নতুন প্রেক্ষাগৃহ।

এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব চন্দ্রদাসান , মণীশ মিত্র , সীমা ঘোষ , সৌমিত্র মিত্র , নিলয় রায় । সকলেই তাদের ভাষণে এই উদ্যোগ কে স্বাগত জানায়। এই উৎসবে টেন্থ প্ল্যানেট থিয়েটার এর দুটি নাটক গ্যালিলিও ও থ্রি পেনি অপেরা সকলের নজর কাড়ে।

Copyright © 2022 Rupkatha Live. All Rights Reserved. Powered by : Technotrick Systems.