পুস্তক আলোচনা

পুস্তক আলোচনা প্রবন্ধের তীর্থ-সঙ্গম বইটি আলোচনা

প্রবন্ধের তীর্থ-সঙ্গম বইটি আলোচনা

লেখক : ড. নির্মল কুমার বর্মন

সংগীতে যেমন 'ধ্রুপদ' তেমনি সাহিত‍্যে 'প্রবন্ধ' হল আভিজাত্য ঘরানা। সেরকম একটি বনেদিয়ানার বই "প্রবন্ধের তীর্থ-সঙ্গম" লিখেছেন অধ‍্যাপক ড. নির্মল কুমার বর্মন - ডি. লিট। বইটি মূলত আধুনিক বাংলা সাহিত‍্যের বিংশ শতাব্দীর দশজন কৃতি কবি সাহিত‍্যিকের কৃতিত্বের বিশ্লেষণের সঙ্গে তমলুকের বর্গভীমা মন্দিরের মাহাত্ম্য ও উনিশ শতকের প্রতিভাময়ী মহীয়সী নারী রাণী রাসমনির ব‍্যক্তিত্বপূর্ণ জীবনের বিশ্লেষণ উল্লেখযোগ্য কাজ। ড. বর্মনের খুবই তথ‍্য সমৃদ্ধ ও প্রাঞ্জল ভাষায় লেখা এই বইটি পাঠক মহলে যথেষ্ট আলোড়ন সৃষ্টি করবে একথা বলার অপেক্ষা রাখে না।

পুস্তক : প্রবন্ধের তীর্থ-সঙ্গম
লেখক : ড. নির্মল কুমার বর্মন
প্রকাশক :
মূল‍্য : ৩০০ টাকা

Copyright © 2022 Rupkatha Live. All Rights Reserved. Powered by : Technotrick Systems.