বৃষ্টি এল
লেখক : তরুণ কুমার দাস
আকাশ জুড়ে বৃষ্টি আসুক ক্লান্ত মনের অগোচরে।
বৈশাখী শেষ গল্পগুলো ভেঙেচুরে মন কেমনে।
হৃদয় গোলাপ পাপড়ি ভেজা ঝাপসা আবেশ স্মৃতির কোণে।
কেয়া পাতার নৌকাগুলো ভিড়ছে যদি স্মৃতির টানে।
স্মৃতি তুই গল্পে থাকিস
বৃষ্টি যদি সকাল কথা।
বিস্মিত মন আবেগ খোঁজে
জুড়ায় যদি মনের ব্যথা।
পিছন ফিরে হঠাৎ দেখি
মনের আবেশ অন্তর্জলি।
সুখের পাখি পুড়ছে চিতায়
ইতিহাসের। জলাঞ্জলি।
একরাশ শুধু মিষ্টি হাওয়া
জল সিঞ্চন লাগলো মুখে।
পাগল স্মৃতি বৃষ্টি আবার
উত্তাল পীড়িত চোখের কোণে।
আয় বৃষ্টি ফোঁটা ফোঁটা
আয় বৃষ্টি ঝমঝমিয়ে
আয় বৃষ্টি মুসলধারে
আয় বৃষ্টি ----- গল্প হয়ে।