কবিতা

কবিতা ভূর্জপত্র

ভূর্জপত্র

লেখক : মধুমিতা ঘোষ

ভুর্জপত্রে লিখে রাখি

সংশপ্তকের দিনযাপন।

ক্লান্তিকর কোলাহলের মাঝেও উঁকি দেয় অসাফল্যের মনোলগ।

সে একাই বলে চলে-

দমকা হাওয়ায় রোজ ই উড়ে যায় ভূর্জপত্র।

উড়ে যায় শব্দে শব্দে গাঁথা

অব্যক্ত অবক্ষয়।

ধূ ধূ মেঠোপথের সারাটা পথ জুড়ে পড়ে থাকে -

বেলাশেষের অপ্রকাশিত আখ্যান।

নির্বোধ ছায়াপথকে সাক্ষী রেখে -

ভেসে আসে নির্বাক প্রতীক্ষা।

ভিতরকণিকায় বয়ে চলে‌ অন্তর্লীন শোক।

সংশপ্তকের শব্দরূপ ভেঙে ভেঙে ভিড় করে অস্ত্রের উপকরণে।।

Copyright © 2022 Rupkatha Live. All Rights Reserved. Powered by : Technotrick Systems.