চিকিৎসা
লেখক : রুহুল আমিন হক মণ্ডল
ক'দিন ধরে কাশছ ভীষণ তুমি
নিয়ম করে কাশির ওষুধ খাও?
ঘুসঘুসে জ্বর, সেও তো আছে দেহে
বরং একটু হাসপাতালে যাও।
এ রোগ তো আর আজকে থেকে নয়
লড়ছ রোগের সাথে দীর্ঘ সময়
প্রগতি প্রথম যেই এল সম্মুখে
সু্স্থ রইলে কই, পড়লে অসুখে
ক্রমশ বৃদ্ধি পেল পৃথিবীর ভার
ব্যাধিও শক্ত ক'রে বাঁধল তোমার।
রোগের সৃষ্টি থেকে বাড়া-কমা যত
যা কিছু বলার মতো বোলো অন্তত
সকালেই যেও,সঙ্গে আধার নিও
'বাতাস' নামটা ব'লে ঠিক লিখিও।