পটকা মামা
লেখক : বিশ্বদীপ ঘোষ
পাশের বাড়ির পটকা মামা
গায়ে তার ঢলকা জামা।
মামার মাথায় ন'টা চুল,
পকেট ভর্তি বর্গমূল।
সারা সকাল হেঁচকি তুলে
টনক নড়ে দুপুর হলে।
দাবার বোর্ডটা নামিয়ে এনে
অঙ্ক কষে নিজের মনে।
মন্ত্রী-রাজা তাকায় বাঁকা,
ছকের ভেতর নদী আঁকা।
নদীর পাড়ে আলোর গাছ,
স্কেল দিয়ে সে ধরে মাছ।
মাছের সংখ্যা হলে দশ,
খাওয়ায় তাদের ব্রাক্ষীরস।
তেরোর নামতা ঠিক বললে
ফের ছেড়ে দেয় নদীর জলে।।