কবিতা
কবিতা রূপ কথার গল্প
রূপ কথার গল্প
লেখক : ইলা দাস
এক পৃথিবী আকাশ দিলাম
চন্দ্র সূর্য দীপ্তি ভরা
দাও-না এবার আমায় লিখে
রূপ কথার ওই একটা ছড়া।
উঠবে নেচে ইচ্ছেগুলো
তেপান্তরের মস্ত মাঠে
আমিও তখন আনন্দেতে
শাঁক চুন্নির পুকুর ঘাটে।
অবাক হয়ে তাকিয়ে দেখি
মামদো ভূতের হাতের পেশি
শীর্ণ ওই হাড় ক'খানা
দু'শো ছয়ের নয়তো বেশি।
দীর্ঘ দিনের পোড়ো বাড়ির
দক্ষিণের ওই তেঁতুল গাছে
অমাবস্যার গভীর রাতে
ঘুঙুর বেঁধে তারাই নাচে।
এক পৃথিবী আকাশ দিলাম
আমায় দেবে একটা ছড়া
রূপ-কথার ওই গল্প পরির
হীরে মানিক সাত-টা ঘোড়া।