কবিতা

কবিতা তোমার সুরে

তোমার সুরে

লেখক : দুরন্ত বিজলী

তোমার জন্য দুঃখগুলো
ঠিক যেন পেঁজাতুলো,
উড়িয়ে দিলাম আকাশপুরে
তোমার সুরে।

তোমার জন্য লেখালেখি,
রোদের ভেতর স্বপ্ন দেখি,
জীবন শুরুর ঠিক দুপুরে
সুর-নূপুরে।

তোমার জন্য আঁকতে পারি,
নদীর বুকে ভাসতে পারি,
মেঘে ঢাকা হৃদয়পুরে
চিত্র-নুরে।

তোমার জন্য রুখে দাঁড়াই,
ন্যায়ের জন্য বিচার যে চাই,
প্রতিবাদের নয়ন জুড়ে
তীব্র সুরে।

তোমার জন্য মিলনমেলা,
সম্প্রীতির ভাসাই ভেলা,
এগিয়ে যাই মধুপুরে
আলোর সুরে।

, তোমার সুরে সুর-নূপুরে
চিত্র-নুরে তীব্র সুরে
আলোর সুরে সুখ অদূরে
তোমার সুরে, তোমার সুরে

Copyright © 2022 Rupkatha Live. All Rights Reserved. Powered by : Technotrick Systems.