কবিতা

কবিতা দেহলী নির্বাহে

দেহলী নির্বাহে

লেখক : -অর্বাচীন

আকাশ তারা স্বপন দোসর
সূর্য মহান, এ পৃথিবী বাস্তুরেখা
মহামন্ডলে অঙ্গভঙ্গির সন্ধি-স্তর
নয়তো সরল রেখা।

কারু বাকী র কায়া কল্প শহুরে
চমক শিল্পায়ন
দেহাত যদি ফলায় সোনা
নির্বাহ জাতির উন্নয়ন।

আবাস কুঠির বসত বাড়ি
স্বপ্নের হয় নীড়
শির ও মস্তক আসমান পাড়ি
মতাদর্শে র ভীড় ।

নশ্বর দেহ -, মানেন কেহ !
ইহকাল হলো সব ।
চড়াই উৎরাই বাঁচার লড়াই
পরকাল তব শব !

হাত-পা চলে অঙ্গুলি হেলনে
মগজ ' র আছে ধার।
রুধিবে কে তাকে, সৃষ্টির বাঁকে !
- - বাকি সব অলংকার ।

মস্তক তব শ্রেষ্ঠ!
- - যদি গতর ঘামিবে ঘ্রানে।
ঘর টি যদি শান্তির ছায়া,
দেহলি, বাতাস প্রাণে ।।

Copyright © 2022 Rupkatha Live. All Rights Reserved. Powered by : Technotrick Systems.