বৈশাখি-টিপ
লেখক : স্বপনকুমার রায়
ছোট ছোট ঢেউ জোয়ারের নদী
ডুবে যায় চরাভূমি ---
মিষ্টি এ স্বাদ রঙিন সকালে,
ঘুমিয়ে রয়েছ তুমি!
কৃষ্ণচূড়ায় ফুল ভরে গেছে
মৌটুসি গায় গান,
কুড়িয়ে আমের মুঠি ভরে গুটি
নেবে না তাদের ঘ্রাণ!
বাতাসে এখন মিঠে মিঠে সুর
দোলা লাগে নৌকায়,
মেঠো পথ দিয়ে সবুজের বনে
ওরা তো তোমাকে চায়!
তুমি এসে আজ ছন্দের তালে
যাও যদি ভেসে ভেসে ---
কপালে তোমার বৈশাখি-টিপ
এঁকে দেবে ভালোবেসে।