মৃত্যুর মাঝে
লেখক : বীরেশ চন্দ্র ঘোষ
জন্মের পর থেকে
মৃত্যুর সাথে কত বোঝাপড়া,
উপলব্ধি করেছি জীবনকে মৃত্যুর মাঝে,
আর ভয় পাই না।
সকালের পর বেরিয়ে যাওয়া
পায়ে পায়ে মৃত্যুর দিকে,
বোঝাপড়া শেষে আবার ঘরে ফেরা।
এ ভাবেই চলেছে জীবন
তিলে তিলে ক্ষয় করে,
উদয়ের পর অস্তাচলের পথে।
মরণ পারনি তুমি জিততে,
আজও আছি তোমাকে জয় করে।