সাহিত্য সংস্কৃতি

সাহিত্য সংস্কৃতি সুখ্যাত শিশু সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়

সুখ্যাত শিশু সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়

লেখক : লক্ষ্মীনারায়ণ চক্রবর্তী

ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় ছিলেন একজন ভ্রমণপিপাসু মানুষ৷ প্রচারবিমুখ ছিলেন তিনি৷ সম্ভবত বছর দুই আগে এক সাহিত্যসভায় আমিও উপস্থিত ছিলাম৷ উনিও ছিলেন৷ চাক্ষুষ পরিচয় ছিল না৷ উনিও আমার নাম জানতেন, আমিও ওনার নাম জানতাম পান্ডব গোয়েন্দার লেখক হিসেবে৷ সাহিত্যসভায় খুব কাছাকাছি বসেছিলাম৷ সেদিন কথাপ্রসঙ্গে উনি বললেন, আপনার নাম কী? আমিও সদুত্তর দিলাম---আমার নাম লক্ষ্মীনারায়ণ চক্রবতী, বাড়ি মুর্শিদাবাদে৷ ও আপনি কী প্রসাদ পত্রিকায় আছেন? আজ্ঞে হ্যাঁ, খুব ভাল লাগল৷ আমিও প্রসাদ পত্রিকার নিয়মিত লেখক৷ আমার নাম ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়৷ হ্যাঁ, চেহারা দেখে বুঝতে পারলাম আপনিই ষষ্ঠীবাবু৷ সেদিন এইটুকু তাৎক্ষণিক সাক্ষাথে ওনাকে চিনলাম৷ তার প্রসঙ্গে যেটুকু পত্র পত্রিকায় জেনেছি সেইটুকু আমার আলোচ্য বিষয়৷ তাঁর জন্ম হাওড়া জেলার খুরুটে৷ এই গ্রামের পাশেই ছিল ষষ্ঠীতলা৷ তার ভিত্তিতেই নামকরণ করা হয় ষষ্ঠীপদ৷ এই নামকরণের পশ্চাতে একটা তথ্য আছে৷

ষষ্ঠীপদবাবুর আত্মীয়রা একজন স্বর্ণকারের বাড়িতে ভাড়া ছিলেন৷ সেই স্বর্ণকার অত্যন্ত স্নেহ করতেন ষষ্ঠীবাবুকে৷ তারই প্রেক্ষিতে একটা রৌপ্যপদক তার গলায় দিয়েছিলেন এবং বলেছিলেন আমার বাড়িতে একজন থাকত যার নাম ষষ্ঠীচরণ সেই চরণ বাদ দিয়ে পদকে অগ্রাধিকার দিলেন এবং আশীর্বাদ জানালেন৷

বড় হয়ে দেশ ভ্রমণের কতক ছিল ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের তিনি গ্রন্থ করেছেন বহু৷ তার মধ্যে উল্লেখযোগ্য গ্রন্থ হল গণপতি, হীরের চোখ, চতূর তদন্ত---কিংবদন্তী বিক্রমাদিত্য ও হিমালয়ের নরদেবী এছাড়াও তার রচিত পাণ্ডব গোয়েন্দা সবিশেষ উল্লেখযোগ্য৷

হ্যাঁ ২০১৭ সালে বাংলা আকাদেমি থেকে পুরস্কার লাভ করেন৷
আমার সাথে লেখকের আলাপচারিতায় মনে হয়েছে সত্যিই তিনি সুসাহিত্যিক. সুভদ্রজনিত ব্যক্তিত্বসম্পন্ন মানুষ৷ তার আত্মার প্রতি আন্তরিক শ্রদ্ধা জানিয়ে শেষ করছি৷

Copyright © 2022 Rupkatha Live. All Rights Reserved. Powered by : Technotrick Systems.