অনুগল্প

অনুগল্প নীল ছবি

নীল ছবি

লেখক : অসিতবরণ বেরা

রবিবার সাধারণত রৌণক বা তার বাবা শীতাদ্রি কেউ আটটার আগে বেড টি খায় না। রৌণকের স্ত্রী রাভী আটটার সময় দু'কাপ চা নিয়ে রৌণককে ডেকে চুপচাপ বসে। রৌণক চা খেয়ে বাথরুম থেকে ঘুরে এসে দেখে রাভী তেমনি চুপচাপ বসে আছে। রৌণক বলে,"কী হ'ল রাভী ? বাবাকে চা দিয়েছ ?"

"হ্যাঁ, বাবাকে চা দিয়ে তোমাকে দিতে এলাম।" চাপা গলায় রাভী বলে,"তোমার বাবার প্রতি এই দু'বছরে যে শ্রদ্ধা ভালোবাসা জন্মেছিল তা আজ এক মুহূর্তে নষ্ট হয়ে গেল। ছিঃ !"

রাভী এমনভাবে 'ছিঃ' বলে তাতে রৌণকের মনে নানা মন্দ পরিস্থিতির ভাবনা এসে ভিড় করে। বাবা এমন কী কাজ করল যাতে রাভী একরাশ ঘৃণা উগরে দিল। কেঁচো খুঁড়তে কেউটে বের হতে পারে জেনেও রৌণক বলে,"রাভী ঠিক করে বলো আজ কী এমন ঘটল যাতে বাবার প্রতি তোমার সমস্ত ধ্যান ধারণা পাল্টে গেল ?"

রাভী জানে, রৌণক বা তার বোন টুই শীতাদ্রিকে দেবতার আসনে বসিয়ে রেখেছে। টুইর জন্মের পর শীতাদ্রির স্ত্রী মারা যান। ছোট দুই সন্তানকে মা ও বাবার মায়া মমতা একসঙ্গে দিয়ে বড় করেছেন শীতাদ্রি। দ্বিতীয়বার বিয়ে করেননি। টুই ইংরেজিতে এম.এ করার পর প্রতিষ্ঠিত এক ডাক্তারের সঙ্গে তার বিয়ে দিয়েছেন। রৌণক যাদবপুর থেকে এম .ই করার পর এখন টাটা কোম্পানিতে ভালো পদে রয়েছে। ছেলেমেয়েদের শরীরে নীল রক্ত প্রবাহিত করার জন্য নিজের সমস্ত শখ আহ্লাদ বিসর্জন দিয়ে শুধু রৌণক বা টুইর কাছে নয় নিকটাত্মীয়দের কাছেও শীতাদ্রি একজন গ্রহণযোগ্য মানুষ। তবু রাভী না বলে পারে না,"রৌণক, তোমার বাবা ব্লু ফিল্ম দেখেন। চা দিতে গিয়ে তাঁর টেবিলে ব্লু ফিল্মের সিডি দেখলাম। তাঁর রুচি দেখে মর্মাহত।"

রৌণক কিছুক্ষণ চুপ থেকে বলে,"যে মানুষ আমাদের জন্য দ্বিতীয়বার বিয়ে করেননি, কোন লাল-আলো-এলাকায় যাননি। তাঁর নীল ছবিতে আবদ্ধ থাকার ব্যাপারে আমরা কি অনায়াসে উদার হতে পারি না রাভী ?"

Copyright © 2022 Rupkatha Live. All Rights Reserved. Powered by : Technotrick Systems.