নব্বর্ষ সংখ্যা ✍
সেলাই
লেখক : দেবাশিস তেওয়ারী
অহৈতুকী ফুল, তার মধ্যগগনের ভাললাগা
নিমেষে দুমড়ে দিল ছন্দময় কোনও উপাখ্যান
যেখানে ব্যস্ত নারী কারুবাসনায় চেয়ে থাকে
যদিও থাকে না লজ্জা, রেখে যায় সম্ভ্রম ও মান
সেটুকুই বেঁধে রাখা, নদীতীর থেকে নদীতীরে
উজানের স্রোত এলে তখন দাপিয়ে বলা যাবে
কথার ফোয়ারা নয়, শুধু ফুল, জল ছুঁয়ে থাকে
শুধু ফুল, যতটুকু ব্যস্ত থাকে লজ্জার অভাবে
তীরে অগণন কাশ, বালি থেকে জল থেকে স্রোতে
যেটুকু দেখার বার্তা তাতে কোনও দোষটি না-রেখে
মলিন চরণচিহ্ন দিয়ে যা যা লেখো আগুপিছু
হিসেবে আসবে না ওরা, তবুও, অঞ্জলি তুলছ কে কে?
ওসব আগামী ঋতু, দুগ্ধপোষ্য বসন্তের ডালে
আবার সেলাই ফুটবে পলাশে পলাশে লালে লালে