বৈশাখী উপহার
✍
শোক শুধু কবিতার জন্য
লেখক : সুপ্তশ্রী সোম
অসুস্থ কবি
সর্বাঙ্গে ব্যথা নিয়ে শুয়ে
শরীরের ভিতর , রক্তে , মজ্জায় কাটা দাগ
দুর্ঘটনার কথা বলে নীরব ইঙ্গিতে
কবির হৃদয়
নির্জন ঘরে জ্বলা, একা মোমবাতি হয়ে
গলে গলে পড়ে।
তাঁর কষ্ট নেই
সমস্ত ব্যথার ঊর্ধ্বে উঠে কবি
মনে মনে রোজ যান সেই অকুস্থলে
যেখানে হারিয়ে গেছে তাঁর কবিতার খাতা।
অন্তর ছেনে গড়া দধিচির হাড়
স্পর্শ মাত্রেই একা
জ্বেলে দেবে আলো
মনের অলিন্দ জুড়ে শুদ্ধ দীপাবলি হয়ে।
উল্টে পাল্টে মনের গভীরে
রেল লাইনের পাশে ,
ঘাসের জঙ্গলে খুঁজে যান
কবিতার খাতা।
কবিতা হারিয়ে গেছে
সেই এক দুঃখে তাঁর চোখ ভরে জলে
সমস্ত ব্যথার আকাশে
হারানো কবিতা দুটি
শুকতারা হয়ে
শুধু জ্বলে আর নেভে।